ঢাকা,  রোববার
২৮ এপ্রিল ২০২৪

The Daily Messenger

সিংগাইরে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

সিঙ্গাইর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ২৯ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:২৬, ২৯ জানুয়ারি ২০২৪

সিংগাইরে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

ছবি: মেসেঞ্জার

বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতি বন্ধ, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর, জহুরা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ (অস্থায়ী) চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো.নুরুউদ্দিন, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী উপমা রায়, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ইসরাত, সামাদ, সাদিয়া, এমকে সিয়াম প্রমুখ।

পরিশেষে সভাপতি ইউএনও পলাশ কুমার বসু বক্তব্য শেষে প্রধান অতিথি মোসা.শারমিন আক্তার ২ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষনা করেন। এবং এ মেলায় অংশ গ্রহণকারী স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে  ১৪টি স্টল এ বিজ্ঞান মেলায় অংশ নেন।

মেসেঞ্জার/সজিব

dwl
×
Nagad