ঢাকা,  রোববার
২৮ এপ্রিল ২০২৪

The Daily Messenger

আশুলিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ২১ মার্চ ২০২৪

আশুলিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় বাজারদর নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাইপাইল আড়তে এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান।

সময় বিভিন্ন তরমুজ ডাবের আড়তে অভিযান পরিচালনা করে ক্রেতাদের সাধ্যের মধ্যে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের তিনি নির্দেশ দেন।

এছাড়াও সেখানে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে দুইটি রেস্তোরাঁর মালিককে ৩৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সময় আরো এক মিষ্টি ব্যবসায়িকে হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান বলেন, প্রত্যেক দোকানে জিনিসপত্রের মূল্য তালিকা থাকতে হবে। কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সেজন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/নোমান/আপেল

dwl
×
Nagad