ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

নিয়ন্ত্রণে চকবাজারের কেমিক্যাল গুদামের আগুন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:১২, ২৩ মার্চ ২০২৪

নিয়ন্ত্রণে চকবাজারের কেমিক্যাল গুদামের আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৩ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়। 

এ সময় আগুনের সঠিক কারণ জানাতে না পারলেও ভবনটির প্লাস্টিক ও জুতার কারখানার দাহ্য পদার্থের জন্য আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা আগুন লাগলে সরু সড়কের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এছাড়া ভবনগুলোর পানির বড় রিজার্ভার না থাকায় আগুন নিয়ন্ত্রণে পানির স্বল্পতায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে।

এরআগে, শনিবার (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৩টায় ইসলামবাগে একটি ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে। এরপর আগুন নেভাতে মোট ৯টি ইউনিট কাজ করে।  

মেসেঞ্জার/ফারদিন

dwl
×
Nagad