ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

বৈশ্বিক উষ্ণতারোধে সচেতনা বাড়াতে আর্থ আওয়ার কর্মসূচী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৭, ২৩ মার্চ ২০২৪

বৈশ্বিক উষ্ণতারোধে সচেতনা বাড়াতে আর্থ আওয়ার কর্মসূচী

ছবি : মেসেঞ্জার

বৈশ্বিক উষ্ণতারোধে সচেতনা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে আর্থ আওয়ার কর্মসূচী পালন করেছে স্কাউট সদস্যরা।

শনিবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে পথচারীসহ সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, পরিবেশ দূষণ রোধ, পাবলিক প্রেস পরিছন্ন রাখতে আহ্বান জানান স্কাউট সদস্যরা।

স্কাউট সদস্যদের সাথে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারি কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, জেলা সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহম্মেদ সহ অনান্যরা।

এসময় স্কাউট সদস্যরা বলেন, পৃথিবী রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, বৈশ্বিক উষ্ণতারোধে কার্যকর ভুমিকা রাখতে হবে। আমরা আমাদেও বাসগৃহ, স্কুল-কলেজ, কর্মস্থলে যদি বিদ্যুৎ ব্যবহার একটু মিতব্যায়ী সচেতন হই তাহলে বিদ্যুৎ এর খরচ কমবে, অন্যদিকে দেশ উপকৃত হবে, রক্ষা পাবে পরিবেশ, তখা গোটা পৃথিবীর জন্যই হবে মঙ্গল।

মেসেঞ্জার/নাহিদ/আপেল

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700