ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩৯, ২৭ মার্চ ২০২৪

আপডেট: ০৭:৫১, ২৭ মার্চ ২০২৪

ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে তেলবাহী ও মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের  দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের  বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, একটি তেলবাহী ট্রেন পার্বতীপুরে তেল নামিয়ে দিয়ে খুলনার দিকে যাবার পথে  ঈশ্বরদী  জংশন স্টেশনে এসে দাঁড়ায়। ঘটনার সময় পাথর বোঝাই একটি মালবাহী ট্রেন ভারত থেকে ঢাকা যাবার পথে একই স্টেশনে দাঁড়ায়। এ সময় পাথর বোঝাই ট্রেনটি শানটিং করার সময় (বগি এক লাইন থেকে আরেক লাইনে নেওয়ার সময়) তেলবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। তখন তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে ঈশ্বরদী থেকে খুলনা এবং ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন আরো জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন বগি উদ্ধারে কাজ শুরু করেছে৷ ভোর পাঁচটা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। 

মেসেঞ্জার/শাহীন/দিশা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700