ঢাকা,  রোববার
২৮ এপ্রিল ২০২৪

The Daily Messenger

শিরোনাম:

ঝিনাইদহে চুরি হওয়া ১০৫ মোবাইল ও প্রতারণার ৭ লাখ টাকা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩১, ২৭ মার্চ ২০২৪

ঝিনাইদহে চুরি হওয়া ১০৫ মোবাইল ও প্রতারণার ৭ লাখ টাকা উদ্ধার

ছবি : মেসেঞ্জার

ঝিনাইদহ থেকে হারিয়ে যাওয়া চুরি হওয়া ১০৫ টি মোবাইল এবং বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া প্রায় লাখ টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বুধবার (২৭ মার্চ) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে মোবাইল টাকার প্রকৃত মালিকদের হাতে এসব তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার আজিম-উল-আহসান এসব মোবাইল টাকা মালিকদের হাতে তুলে দেন। সেসময় তিনি জানান, গত কয়েক মাসে ঝিনাইদহের বিভিন্ন থানায় মোবাইল চুরি ঘটনায় জিডি ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে ২১ জনের কাছ থেকে লাখ ৮৯ হাজার ১৪০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

জিডির সুত্র ধরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল নগদ টাকা উদ্ধার করে।

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700