ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

যশোরে ইউপি চেয়ারম্যান তুহিনসহ দুই জনের বিরুদ্ধে মানহানি মামলা

বিল্লাল হোসেন,যশোর

প্রকাশিত: ২২:৫০, ২৭ মার্চ ২০২৪

যশোরে ইউপি চেয়ারম্যান তুহিনসহ দুই জনের বিরুদ্ধে মানহানি মামলা

ছবি : সংগৃহীত

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন ও তালবাড়িয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দারের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানি মামলা হয়েছে। বুধবার তালবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি কামাল হোসেন আদালতে এ মামলা করেছেন।
 
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে কোতয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। 

মামলার অভিযোগে জানা গেছে,  কলেজের সভাপতি নির্বাচিত হয়ে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন আসছেন। এ কারণে জনসাধারণসহ অভিভাবক মহলে তার যথেষ্ট সুনাম রয়েছে। এর প্রেক্ষিতে তিনি ইউনিয়নে ভবিষ্যতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন এই আশাঙ্কায় আসামি হুমায়ন কবির তুহিন ও সহযোগী জিয়া হায়দার তার সুনাম ক্ষুণ্ন করার চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। 

গত ২৪ মার্চ চেয়ারম্যান তুহিন কলেজের অধ্যক্ষ ডা. শাহানাজ পারভীন ও তার বিরুদ্ধে মনগড়া দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। পরে ওই মামলার ফটোকপি বিভিন্ন চায়ের দোকানে সরবরাহ করেছেন হুমায়ন কবির তুহিন নিজেই। 

এতে তার সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক অবস্থানের ব্যাপক সম্মান ক্ষুন্ন হয়েছে। যার ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা। বিষয়টি সাক্ষীদের মাধ্যমে জানতে পেরে আদালতে এ মামলা করেছেন।

মেসেঞ্জার/বিল্লাল/সুমন

dwl
×
Nagad