ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ডিজিএফআই পরিচয়ে ব্যাংক ঋণের তদবির, আটক ২

আব্দুর রব নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ১৫ এপ্রিল ২০২৪

ডিজিএফআই পরিচয়ে ব্যাংক ঋণের তদবির, আটক ২

ছবি : ডেইলি মেসেঞ্জার

ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে ব্যাংক ঋণের জন্য তদবির করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) বিকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নাচোল বাজার শাখা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ডিজিএফআইয়ের ডিরেক্টর পরিচয় দেওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি গ্রামের এনামুল হকের ছেলে সিরাজুল ইসলাম তার সহযোগী নাচোল উপজেলার উত্তর মল্লিকপুর গ্রামের খলিল উদ্দিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।

নাচোল থানার ওসি তারেকুল রহমান সরকার জানান, নাচোল উপজেলায় থাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে গিয়ে সোমবার সাড়ে ১১টার দিকে ডিজিএফআইয়ের ডিরেক্টর পরিচয় দিয়ে ১০ লাখ টাকা ঋণ নেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারের কাছে চাপ দেয় সিরাজুল ইসলাম। বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেন বিষয়টি পুলিশকে জানায়।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যাংকে গিয়ে সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তিনি ডিজিএফআইয়ের কেউ নন বলে স্বীকার করেন। পরে পুলিশ সিরাজুল ইসলাম তার সহযোগী রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

মেসেঞ্জার/নাহিদ/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700