ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

কক্সবাজারে বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ১৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ায় আলোচিত ও চাঞ্চল্যকর বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। (১৫ এপ্রিল) সোমবার দুপুরের দিকে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার শাহ আলমের ছেলে মো. কামাল উদ্দিন (৩৯) ও একই ইউনিয়নের তুতুরবিল এলাকার নূর আলম মাইজ্জার ছেলে হেলাল উদ্দিন (২৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামালকে চট্টগ্রাম সীতাকুন্ড থেকে এবং হত্যার সহযোগী হেলালকে কক্সবাজার জেলার উখিয়া কোটবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত: গত ৩১ মার্চ ভোর সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল বনদস্যু। খবরে পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা সাজ্জাদুজ্জামানসহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান।

এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুইজনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাজ্জাদুজ্জামানের মৃত্যু হয়৷

মেসেঞ্জার/রাশেদুল/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700