ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

শিবচরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ এপ্রিল ২০২৪

শিবচরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

মাদারীপুর জেলার শিবচরে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকা এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো.রাশেদ মুন্সী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি শুরু হয়। একই সাথে বজ্রপাতও হতে থাকে। এ সময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানোর উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো.রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।

শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন জানান, 'মঙ্গলবার বিকেলে বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি গ্রামের কৃষক রাশেদ মুন্সী পাটের বীজ বলতে গিয়েছিল। এ সময় বজ্রপাতে কৃষক রাশেদ মুন্সি  মারা গেছেন।'

অপরদিকে নিহত শারমিনের দেবর লোকমার ঢালী বলেন, 'বজ্রপাতের শব্দের সাথে আলোর ঝলকানি দেখলাম। পরেই দেখি আমার ভাবী মাটিতে পড়ে আছে। তার শরীরে দেখি আগুন। আমরা তাকে উদ্ধার করে শিবচরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, 'বজ্রপাতে আলাদা ঘটনায় দুইজনের মৃত্যু বিষয়টি দুঃখজনক। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

মেসেঞ্জার/ইমতিয়াজ/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700