ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

রংপুর মহানগরীতে সড়কে অবৈধভাবে রাখা বালু পাথর অপসারণ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:০২, ১৭ এপ্রিল ২০২৪

রংপুর মহানগরীতে সড়কে অবৈধভাবে রাখা বালু পাথর অপসারণ

ছবি : ডেইলি মেসেঞ্জার

রংপুর মহানগরীর সড়কগুলোতে যত্রতত্র  বালু পাথর রেখে চলাচলে বাঁধা তৈরি করায় তা অপসরাণে বিশেষ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। 

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মোড় থেকে গুপ্তপাড়া সড়কে মেট্রোপলিটন পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে সিটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এসময় ট্রাক ও ভেকু মেশিন নিয়ে এসব অপসারণ করার পাশাপাশি রাস্তায় অবৈধভাবে বালু-পাথর রেখে জনগণের চলাচল বাধাগ্রস্ত করায় অবৈধভাবে রাখা বালু-পাথর জব্দ করা হয়। এই অভিযান পুরো শহরে অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।  যেখানেই রাস্তা বন্ধ করে বালু-পাথর পাওয়া যাবে, সেটাই জব্দ করার কথাও জানান তিনি। এর আগে পুরো নগরীতে  রাস্তা বন্ধ করে বালু-পাথর না রাখার জন্য সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে মাইকিং করা হয়।

মেসেঞ্জার/সজিব

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700