ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

রাঙ্গামাটিতে পাহাড় ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ১৬ এপ্রিল ২০২২

রাঙ্গামাটিতে পাহাড় ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

ছবি : সংগৃহীত।

রাঙ্গামাটির কাউখালীতে বাড়ি নির্মাণের সময় পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বেতবুনিয়ার মনাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার দক্ষিণপাড়া এলাকার মো. পেয়ার মোহাম্মদ (৫০) ও বেতবুনিয়ার বনুবন এলাকার সুফল বড়ুয়া(৩৮)।

এলাকাবাসী জানায়, উপজলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছালা নামক এলাকায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়িতে আগে থেকেই পাহাড় কাটা ছিল। শুক্রবার সকালে নতুন করে বাড়ির পাশে পাহাড়ের সঙ্গে ওয়াল নির্মাণের কাজ করছিলেন দুই শ্রমিক। হঠাৎ করে আগের কাটা পাহাড় দুই শ্রমিকের ওপর ধসে পড়ে। পাহাড়ের মাটির নিচে চাপা পড়েন তারা। এলাকার লোকজন এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। 

পরে খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দুপুরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান বলে জানান বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক বিকাশ সরকার । 

কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

ডিএম/এমএইচ

dwl
×
Nagad