ঢাকা,  শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪

The Daily Messenger

আওয়ামী লীগ নেতা হত্যায় ৭ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪১, ১৬ জুন ২০২২

আওয়ামী লীগ নেতা হত্যায় ৭ জনের যাবজ্জীবন

আদালতে আওয়ামী লীগ নেতা হত্যার আসামি সুমন।

লক্ষ্মীপুরে আহসান উল্যাহ নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সুমন, মুরাদ, জাকির হোসেন, রিপন, নিশান, কামাল ও আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন।

পিপি জানান, রায় ঘোষণার সময় আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পালাতক।

নিহত আহসান উল্যাহ সদরের বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা ছিলেন। এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, সাজাপ্রাপ্তরা, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর ও নন্দীগ্রামের বাসিন্দা। তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জুলাই রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে হাবিবুল্লাহর দোকানে ফল বিক্রি শেষে বাড়িতে যাচ্ছিলেন আহসান। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় নিহতের ছেলে মো. আলম বাদী হয়ে মামলা করেন। পরে ২০১৫ সালে ২৬ জুন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে সাত আসামিকে যাবজ্জীবন ও অর্থদণ্ডের রায় দেন বিচারক।

ডিএম/আরএ

dwl
×
Nagad