ঢাকা,  রোববার
২৮ এপ্রিল ২০২৪

The Daily Messenger

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৬, ২৯ মার্চ ২০২৪

আপডেট: ০৯:০৭, ২৯ মার্চ ২০২৪

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার (১৬৫ ফুট) গভীর খাদে পড়ে যাওয়ার পর পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য এই ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুকে একমাত্র জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং গুরুতর আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিবিসি বলছে, উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে বাসটি একটি ব্যারিয়ারে ধাক্কা দেওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে এবং পরে এটিতে আগুন ধরে যায়। যাত্রীরা সবাই ছিলেন তীর্থযাত্রী এবং তারা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে মোরিয়া শহরে ইস্টার সার্ভিসে যাচ্ছিলেন।

উদ্ধার তৎপরতা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলেছে এবং ধ্বংসস্তূপের মধ্যে নিহত কয়েকজনের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad