ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

টেক ব্যাক বাংলাদেশ নামে আবারও হাওয়া ভবন সৃষ্টি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

ব্যুরো প্রধান,চট্টগ্রাম;

প্রকাশিত: ১৫:৫০, ৩ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৫:৫৮, ৩ ডিসেম্বর ২০২২

টেক ব্যাক বাংলাদেশ নামে আবারও হাওয়া ভবন সৃষ্টি করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী

দেশ আগে কোথায় ছিলো,এখন কোথায় গেছে তা জনগণের সামনে উপস্থাপন করা আমাদের দায়িত্ব। যারা দেশকে পেছনে ফেলতে চায় তারা বিএনপি। তারা স্লোগান দেয় 'টেক ব্যাক বাংলাদেশ' অর্থাৎ- বাংলাদেশকে পেছনে নিয়ে যাও,আবার বাংলা ভাইয়ের জায়গায় নিয়ে যাওয়া, শায়খ আবদুর রহমান,হাওয়া ভবন সৃষ্টি করা, আবারও ৫০০ জায়গায় বোমা ফোটানে ইত্যাদি। তারা দেশকে পেছনে নিয়ে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।শনিবার(৩ ডিসেম্বর) পলোগ্রাউন্ড মাঠের প্রবেশমুখে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্ততি ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,আমরা ধারণা করছি মাঠের ধারণ ক্ষমতার আট দশগুন মানুষ জনসভায় যোগ দেবে। জনসভা জনসমুদ্রে রুপ নিতে চট্টগ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। পলোগ্রাউন্ড, রেলওয়ে মাঠ অনেক বড়। সেখানে অসংখ্য মানুষের জায়গা আছে। তবে এবার মাঠ ভর্তি হয়ে, আট দশ গুন মানুষ মাঠের বাইরে অবস্থান করবে। একই মাঠে বিএনপি সমাবেশ করেছিলেন। তখন মাঠের পেছন থেকে তিন ভাগের এক ভাগ পালিয়ে গেছে। মাঠের সামনের অংশতে অর্ধেক মানুষের অবস্খন ছিলো। আর আমাদের জনসভায় মাঠ পূর্ণ থাকবে আবার বাইরেও কানায় কানায় ভর্তি থাকবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়াকড়িতে তা এখনো বুঝা যাচ্ছে না।

তিনি আরও বলেন,আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আমরা জন কল্যানে কাজ করে যাচ্ছি। জননেত্রীর নেত্রত্বে বাংলাদেশ মধ্যেম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে। পাকিস্তানকে অনেক আগে ছাড়িয়েছে। আমরা জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছি। তাই জনগণের সামনে হাজির হওয়া আমাদের দায়িত্ব। বাংলাদেশ উন্নতির সোপানে এগিয়ে যাচ্ছে। জঙ্গীগোষ্ঠি এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষকতায় হলো বিএনপি।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

ডেইলি মেসেঞ্জার/এএইচএস

dwl
×
Nagad