ঢাকা,  বৃহস্পতিবার
০৯ মে ২০২৪

The Daily Messenger

মালয়েশিয়ায় ২৬৫ অভিবাসী আটক, ১৩৮ জনই বাংলাদেশি

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩১, ২৭ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ায় ২৬৫ অভিবাসী আটক, ১৩৮ জনই বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৬৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩৮ জনই বাংলাদেশি।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালের দিকে জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালের দিকে জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনার দায়ে তাদের আটক দেশটির জোহর অভিবাসন বিভাগ।

পুলিশ জানায়, প্রথম অভিযানে ৫৩০ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০৭ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়।

দ্বিতীয় অভিযানে আটক করা হয় আরও ৫৮ জনকে। এছাড়া অবৈধ বিদেশিদের সুরক্ষা দেয়ার অভিযোগে এক স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশি ছাড়া চীন, মিয়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত শ্রীলঙ্কার নাগরিক রয়েছে।

এসব অভিবাসীরা দেশটিতে বৈধ পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতদের জোহর রাজ্যের সেতিয়া ট্রপিকা অভিবাসী বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এদিকে মালয়েশিয়াজুড়ে ধরপাকড় শুরু হওয়ায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700