ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ঈদে মুনছুর গাজী ফাউন্ডেশনের বই উপহার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১১:৩২, ১৬ এপ্রিল ২০২৪

ঈদে মুনছুর গাজী ফাউন্ডেশনের বই উপহার

ছবি : সৌজন্য

প্রতি বছরের মতো এবারও মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের দিন শিশু-কিশোরদের নতুন বই উপহার দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের দিন ১১ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের গাজী বাড়িতে ঈদের সালামি হিসেবে এই বই দেওয়া হয়। এবারসহ সংগঠনটি মোট ২৪ টি ঈদে শিশু-কিশোরদের বাড়তি আনন্দ দিতে ঈদের দিন বই দিয়েছে। এ বছর বই দিয়ে এ কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন ছোটদের পত্রিকার সম্পাদক ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ার। ঈদের দিন নতুন বই পেয়ে শিশু-কিশোররা বেশ আনন্দ প্রকাশ করে।

এ বছরও উপহার দেওয়া বইয়ের মধ্যে ছিল ছড়া, কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ, পাখি-প্রকৃতি, শিশুতোষ ম্যাগাজিন ও সাধারণ জ্ঞানের বই। শিশু-কিশোরদের হাতে বই তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ। 

২০০১ সালে গাজী মুনছুর আজিজের উদ্যোগে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষ রোপণ, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা সমাজকল্যাণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ বলেন, ঈদসহ উৎসব-পার্বণে আমরা অনেকেই শিশু-কিশোরদের টাকাসহ বিভিন্ন উপহার দিয়ে থাকি। তবে আমরা চাই অন্য উপহারের সঙ্গে বইও উপহার দেওয়া হোক, যাতে শিশু-কিশোররা সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়। মূলত পাঠ্যবইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল বই পাঠে আগ্রহী করে তুলতেই আমাদের এ উদ্যোগ। এবার আমাদের এ কার্যক্রমে যারা সম্পৃক্ত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।

মেসেঞ্জার/দিশা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700