ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:০৬, ১৬ এপ্রিল ২০২৪

আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এও জানায়, জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৪০. ডিগ্রি সেলসিয়াস। মংলায় তাপমাত্রা ছিল ৪০. ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮. ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমে দাঁড়ায় ২০ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সোমবার বরিশালের খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০. ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রিরও কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ কেবল রাজধানীতেই বৃষ্টি হয়েছে। তবে কুমিল্লা নোয়াখালীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি মাসে দীর্ঘ তাপপ্রবাহের বিষয়ে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

গত বছরের এপ্রিলে টানা ১৪ দিন দেশে তাপপ্রবাহ অব্যাহত ছিল। ১৯ ২০ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২. ডিগ্রি সেলসিয়াস। ১৬ এপ্রিল ঢাকায় রেকর্ড করা হয়েছিল ৪০. ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৫ সালের পর ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

২০২৩ সালটি ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর।

আবহাওয়াবিদ জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বছর বাংলাদেশে তাপপ্রবাহ আরও দীর্ঘ হতে পারে।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700