ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

২২ দি‌নে রেমিট্যান্স এলো ১৪১ কোটি ৪৪ লাখ ডলার

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:২৮, ২৪ মার্চ ২০২৪

আপডেট: ১৭:৩০, ২৪ মার্চ ২০২৪

২২ দি‌নে রেমিট্যান্স এলো ১৪১ কোটি ৪৪ লাখ ডলার

ছবি : সংগৃহীত

প্রতি বছর রমজানের মতো এবারও শুরু থেকেই বে‌শি রেমিট্যান্স পাঠা‌চ্ছেন প্রবাসী বাংলা‌দে‌শিরা। চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ অর্থাৎ দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ২০৮ কোটি টাকা দেশে এসেছে (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে)।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে সোমবার ( ২৪ মার্চ) এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মার্চের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার (১৪১৪ দশমিক ৪৫ মিলিয়ন)। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ২৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ১৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২০ কোটি ৪৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

মেসেঞ্জার/মুমু

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700