ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:৪৬, ৬ এপ্রিল ২০২৪

খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের গল্প নিয়ে লেখাবেগম খালেদা জিয়ার জীবন সংগ্রামবইটি তার হাতে তুলে দেওয়া হয়েছে।

শনিবার ( এপ্রিল) বিএনপির চেয়ারপারসনের বাসভবনে তার হাতে বইটি তুলে দেওয়া হয়।

সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটির অনুবাদ করেছেন অধ্যাপক . মাহবুব উল্লাহ।

বইটি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আফরোজা খানম রিতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সময় তারা চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

এদিকে সর্বশেষ গত শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। অবনতি হয় তার শারীরিক অবস্থার। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিসিইউতে নেয়া হয়। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার ( এপ্রিল) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। আপাতত বাসায় তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জেড এম জাহিদ হোসেন।

মেসেঞ্জার/এএইচ

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700