ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

ঈদের দিন বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ১০ এপ্রিল ২০২৪

ঈদের দিন বিএনপির কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ছাড়া কোনো কর্মসূচি নেই। দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। তবে রাতে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসা ‘ফিরোজায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

এ দুই কর্মসূচি ছাড়া ঈদের তিন দিনের ছুটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখেনি সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকা দল বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে জানান, ঈদের দিন সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং ফুল দেবেন।

আগে প্রতি ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা এ ধারাবাহিকতা অনুসরণ করছেন।

সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্ত আছেন। বছরের দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে দেখা করেন। এবারও ঈদের দিন রাত ৮টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়ে চেয়ারপারসনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়া আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় দেশবাসীসহ নেতা-কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700