ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

রাজনৈতিক কারণে বন্দী আছেন খালেদা জিয়া : ফখরুল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৪১, ১২ এপ্রিল ২০২৪

রাজনৈতিক কারণে বন্দী আছেন খালেদা জিয়া : ফখরুল

ছবি : মেসেঞ্জার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি রাজনৈতিক কারণে বন্দী হয়ে আছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে গুলশানের বাসা ফিরোজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুক্তি দিয়ে তার সুচিকিৎসা ব্যবস্থা জোর দাবি করছি।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সেই সাথে তিনি দোয়াও চেয়েছেন। বেগম খালেদা জিয়া বলেছেন " জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেছেন, করছেন"। আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম তাঁর সাথে।

এরআগে বৃহস্পতিবার রাত ৮টায় পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবনে ফিরোজা প্রবেশ করেন দলটির শীর্ষ নেতারা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান, 
ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন , আব্দুল্লাহ আল নোমানসহ আরও কয়েকজন সিনিয়র নেতা ।

এছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্ণেল অব. অলি আহমদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজায় যান।

মেসেঞ্জার/ফামিমা

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700