ঢাকা,  শুক্রবার
২৬ এপ্রিল ২০২৪

The Daily Messenger

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩০৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ৫ আগস্ট ২০২২

আপডেট: ১৭:০৭, ৫ আগস্ট ২০২২

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩০৩

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের প্রথম ম্যাচে ২ উইকেট হারিয়ে ৫০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩০৩ রান। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামে তামিম ইকবালের দল। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটার।

ফিফটির পর রানের গতি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলেন তামিম ইকবাল। সেই চেষ্টায় নিজের উইকেট হারালেন তিনি। ব্রেক থ্রু এনে দেয় বোলার সিকান্দার রাজা। আউট হওয়ার আগে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। অন্য ওপেনার লিটন দাস দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু সাইড স্ট্রেইন ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এরপর ফিফটি করে ফিরেছেন এনামুল।

জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালানো লিটন ৭৫ বলে অর্ধশতক ছুঁয়েছিলেন। পরের ১৪ বলে লিটন করেছেন ৩১ রান। সিকান্দার রাজার বলে সিঙ্গেল নেয়ার পরই হ্যামস্ট্রিং চেপে ধরে শুয়ে পড়েন লিটন। আর ব্যাটিংয়ে নামতে পারেননি। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে।

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনো ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ দল। এসময়ের মধ্যে খেলা পাঁচ সিরিজের সবকয়টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা, জিতেছে টানা ১৯টি ম্যাচ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেজিস চাকাভা (অধিনায়ক, উইকেটকিপার), লুক জঙ্গুয়ে, তাকুদজোয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টারিসাই মুসাকান্দা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগাভারা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা।

dwl
×
Nagad