ঢাকা,  মঙ্গলবার
৩০ এপ্রিল ২০২৪

The Daily Messenger

​​​​​​​রেললাইনের তাপমাত্রা বাড়লে গতি কমিয়ে চলবে ট্রেন

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২২:৫০, ১৬ এপ্রিল ২০২৪

​​​​​​​রেললাইনের তাপমাত্রা বাড়লে গতি কমিয়ে চলবে ট্রেন

কচুরিপানা ও পানি দিয়ে বেঁকে যাওয়া উত্তপ্ত রেললাইন ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় পূর্বাঞ্চল রেলপথে যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে গতি নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এর ফলে রেললাইনে তাপমাত্রা ৪৮৫০ ডিগ্রি সেলসিয়াস হলে যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চলবে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রেলওয়ের আখাউড়া সেকশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক তথ্য জানিয়েছেন।

দেশে বর্তমানে বিভিন্ন স্থানে বাড়ছে তাপমাত্রা, বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।

মেহেদী হাসান তারেক বলেন, 'তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেই যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চালানো হবে।'

গরমের কারণে প্রতি আধাঘণ্টা পরপর রেললাইনের তাপমাত্রা পরীক্ষা করা হয় বলে জানান সহকারী নির্বাহী প্রকৌশলী।

খোঁজ নিয়ে জানা গেছে, রেললাইনের ওপর ৪৫ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহনীয় হিসেবে ধরা হয়। এর বেশি গরম হলে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার শঙ্কা থাকে। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়। ফলে এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত রেলপথে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের গতি কমিয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।

মেসেঞ্জার/হাওলাদার

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700