ঢাকা,  শনিবার
২৭ এপ্রিল ২০২৪

The Daily Messenger

নরসিংদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ২৮ মার্চ ২০২৪

নরসিংদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

ছবি : মেসেঞ্জার

নরসিংদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় খোকন মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত খোকন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার টিয়ারগাও এলাকার বারেক মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি পরিবার সহ পশ্চিম কান্দাপাড়া এলাকার মোজাম্মেল হকের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, সকালে তিনি কাজে বেরিয়েছিলেন। তার সঙ্গের অন্যান্যরা তার আগে চলে যায়,সে পেছনে পড়ে গিয়ে অসাবধানতাবসত স্টেশন সংলগ্ন বটতলা এলাকার রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পাশেই ছিটকে পরেন তিনি। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

উপপরিদর্শক নাজিউর রহমান বলেন, “ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

মেসেঞ্জার/কাউছার/আপেল

dwl
×
Nagad