ঢাকা,  সোমবার
২৯ এপ্রিল ২০২৪

The Daily Messenger

রাজশাহীতে পুসার মিলনমেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:৪১, ১৫ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:৪২, ১৫ এপ্রিল ২০২৪

রাজশাহীতে পুসার মিলনমেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি : মেসেঞ্জার

মহানগরীতে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স এসোসিয়েশন অব রাজশাহী’র (পুসার) মিলনমেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সংগঠনের রাজশাহী জেলার বাসিন্দা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করছেন। ভবিষ্যত প্রজন্মকে মেধাবী জাতি হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রযুক্তি নির্ভর জাতি গঠনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মান’ বাস্তবায়ন করেছে। যার সুফল ভোগ করছি। ঘরে বসে সকল সেবা প্রাপ্তি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সুফল। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে।

মেয়র বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে স্মার্ট রাজশাহী বিনির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালায় গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থীর প্রয়োজন।

এ লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন‘ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ চালু করেছে। যা আগামীতে গার্মেন্টস সেক্টরের অনুরূপ আরেকটি সেক্টর সৃষ্টি হবে বলে আশা করছি।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারোয়ার জাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে রাজশাহীস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের সংবর্ধনা দেয়া হয়।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক

dwl
×
Nagad

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_07/tp4l1yw3zz9u/public_html/bangla/details.php on line 700